ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০০:৪২, ১ ডিসেম্বর ২০১৫

বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুই সিটি করপোরেশনের জন্য আলাদাভাবে দামী ও স্পর্শকাতর যন্ত্রপাতি ক্রয়ের প্রয়োজন নেই। সেক্ষেত্রে একটি যন্ত্র কিনে এক স্থান থেকে যাতে বর্জ্য ব্যবস্থা সঠিক ও সুষ্ঠভাবে করা যায় সেজন্য স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠনের কথা বলেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধান মন্ত্রীর এ নির্দেশ সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন। একনেক সভায় প্রধান মন্ত্রী বলেন, যেকোন টেন্ডার প্রক্রিয়ায় দরদাতারা যাতে কম দাম দেখিয়ে কাজ নিয়ে পরবর্তীতে কাজ না করে প্রকল্প সংশোধনের পায়তারা করেন সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এজন্য সরকারী ক্রয় আইন ও বিধিমালা সংশোধন দ্রুত করতে তাগিদ দিয়েছেন তিনি। তাছাড়া সরকারি পুকুর উদ্ধারে জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, উদ্ধারের পর এসব পুকুরে মাছ চাষ করা যাবে না, কেননা এতে করে পানি নষ্ট হয়ে যায়। প্রাকৃতিকভাবেই যেসব মাছ হবে সেগুলোই সবাই খেতে পারবে। অন্যদিকে যন্ত্রতন্ত্র মেডিকেল কলেজ স্থাপন না করার নির্দশও দিয়েছেন এ বৈঠকে। এক্ষেত্রে নির্দেশনা দিয়ে তিনি বলেছেন,জনসংখ্যান, ছাত্র, রোগী ও ডাক্তারের অনুপাত হিসাব করে মেডিকেল কলেজ তৈরির স্থান নির্বাচন করতে হবে। যেখানে সরকারী মেডিকেল কলেজ থাকবে সেখানে বেসরকারি মেডেকেল কলেজ করা যাবে না।
×