ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত খুনের চার্জশিট ‘মারাত্মক ত্রুটিপূর্ণ’ ॥ হাইকোর্ট

প্রকাশিত: ০০:১৪, ১ ডিসেম্বর ২০১৫

সাত খুনের চার্জশিট ‘মারাত্মক ত্রুটিপূর্ণ’ ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ নারায়গঞ্জের চাঞ্জল্যকর সাত খুনের মামলার চার্জশিট ‘মারাত্মক ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন। মামলার অধিকতর তদন্ত চেয়ে গত সপ্তাহে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের শুনানিকালে বিচারপতি এ মন্তব্য করেন। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর (রবিবার) দিন ধার্য করেন আদালত। আইনজীবীদের উদ্দেশ্যে আদলত বলেন, ‘চার্জশিটে মারাত্মক ত্রুটি রয়েছে। মামলার স্বার্থে তা বলা যাবে না। আপনারা তা ভাল করে খুঁজে দেখেন। সাত খুন মামলার রেজাল্টের দিকে দেশবাসী তাকিয়ে আছে।’ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন। চার্জশিট দেওয়ার সময় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন দেশের বাইরে ছিলেন উল্লেখ করে ফের তদন্তের আবেদন জানান আইনজীবী আব্দুল বাসেত মজুমদার।
×