ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল টি২০ তৃতীয় আসর

প্রতিশোধের মিশন শুরু আজ

প্রকাশিত: ০৭:২২, ১ ডিসেম্বর ২০১৫

প্রতিশোধের মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে ॥ চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) তৃতীয় আসরের খেলা মাঠে গড়ায়। আবার এ দুই দল আজ মুখোমুখি হচ্ছে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ফিরতি লেগও শুরু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রথম লেগে হারা দলগুলোর জন্য প্রতিশোধের মিশনও শুরু হচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় তামিম ইকবালের চিটাগাং ও সাকিব আল হাসানের রংপুরের খেলা শুরু হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের চট্টগ্রাম ধাপের মিশন শুরু হবে। প্রতিপক্ষ দলটি হচ্ছে বরিশাল বুলস। চট্টগ্রাম ধাপেই মূলত অনেকটা বোঝা যাবে, কোন দলগুলো পয়েন্ট তালিকার সেরা চারে থাকতে পারে। এ ধাপে চিটাগাং টানা চারদিনে চার ম্যাচ খেলবে। লীগ পর্বে তাদের ৮টি ম্যাচ শেষ হয়ে যাবে। ডাবল লীগ পদ্ধতিতে একেক দল প্রতিটি দলের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে বিধায় চট্টগ্রাম ধাপ শেষে চিটাগাংয়ের থাকবে বাকি ২ ম্যাচ। মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল তিনটি ম্যাচ খেলবে। তাদের ৬টি ম্যাচ শেষ হবে। মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সও তিনটি ম্যাচ খেলবে। তাদের ৭টি ম্যাচ শেষ হবে। বাকি থাকবে ৩টি খেলা। বাকি সবদলই চট্টগ্রামে দু’টি করে ম্যাচ খেলবে। কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস, মুশফিকুর রহীমের সিলেট সুপার স্টারস ও সাকিবের রংপুর রাইডার্স দু’টি করে ম্যাচ খেলবে। সাকিবের দল আগেই ৫টি ম্যাচ খেলে ফেলায় চট্টগ্রাম ধাপ শেষ হতেই ৭টি ম্যাচ খেলা শেষ হবে। এছাড়া সিলেট ও ঢাকা ৪টি করে ম্যাচ আগেই খেলায় ৬টি ম্যাচ শেষ হবে। চট্টগ্রাম ধাপ শেষ হতেই কম করে হলেও ৬টি ম্যাচ প্রতিটি দলেরই শেষ হচ্ছে। তাতে বোঝাও যাবে কোন দলগুলো আসলে লীগ পর্ব শেষে পরের ধাপে উঠতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ নবেম্বর বিপিএলের পর্দা ওঠে। এরপর প্রথম ধাপ শেষ হয়ে গেছে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হচ্ছে। ঢাকায় ৬ দিনে ১২টি ম্যাচ হয়েছে। সোমবার চট্টগ্রামে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। লীগ পর্ব শেষে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তবে এবার সেমিফাইনাল হবে ভারতের আইপিএলের (ইনডিয়ান প্রিমিয়ার লীগ) আদলে। লীগ পর্বে পয়েন্ট তালিকার সেরা চারে থাকা চারটি দল পরের রাউন্ডে উঠবে। অর্থাৎ সেমিফাইনাল খেলার রাউন্ডে উঠবে। এ পর্বে লীগ পর্বের পয়েন্ট তালিকায় এক নম্বর ও দুই নম্বরে থাকা দল মুখোমুখি হবে। এ ম্যাচটিকে কোয়ালিফায়ার-১ হিসেবে ধরা হচ্ছে। আবার প্রথম সেমিফাইনালও ধরা হচ্ছে। আরেকটি ম্যাচে পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ নম্বর দলটি লড়াই করবে। এ ম্যাচটিকে ধরা হচ্ছে এলিমিনেটর হিসেবে। কোয়ালিফায়ার-১-এ যে দল জিতবে সরাসরি ফাইনালে খেলবে। হারা দল টিকে থাকবে। আর এলিমিনেটর ম্যাচে যে দল হারবে বিদায় নেবে। জয়ী দল টিকে থাকবে। এরপর আরেকটি ম্যাচ হবে। সেটিকে কোয়ালিফায়ার-২ বা দ্বিতীয় সেমিফাইনাল ধরা হচ্ছে। সেটিতে মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১ এর হারা দল ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল। যে দল ম্যাচটিতে জিতবে তারা ফাইনালে খেলবে। ১৫ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ার-১ বা প্রথম সেমিফাইনালের জয়ী ও কোয়ালিফায়ার-২ বা দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে। যে দল জিতবে শিরোপা তাদের হয়ে যাবে। চট্টগ্রাম পর্বে চারদিন খেলা হবে। মোট ৮টি ম্যাচ হবে। পাঁচ ধাপে হচ্ছে বিপিএল। প্রথম ধাপ হয়েছে ঢাকায়। দ্বিতীয় ধাপ হবে চট্টগ্রামে। আবার তৃতীয় থেকে পঞ্চম ধাপ ঢাকাতেই হবে। প্রথম থেকে তৃতীয় ধাপ লীগ পদ্ধতির খেলা। চতুর্থ ধাপ সেমিফাইনালের খেলা। পঞ্চম ধাপ ফাইনাল। ২২ থেকে ২৭ নবেম্বর পর্যন্ত বিপিএলের প্রথম ধাপ হয়েছে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৩০ নবেম্বর থেকে ৩ ডিসেম্বর টানা চারদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। এটা দ্বিতীয় ধাপ হবে। ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মিরপুরে টুর্নামেন্টের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। লীগ পর্বের বাকি খেলাগুলো হবে। এ ধাপ শেষে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে ১২ ডিসেম্বর। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর হবে বিপিএলের তৃতীয় আসরের ফাইনাল। পর্দা নামবে বিপিএলের তৃতীয় আসরের। চট্টগ্রাম ধাপেই দলগুলোর কম করে হলেও ৬টি করে ম্যাচ শেষ হবে। এ ধাপেই ফিরতি লেগ খেলা শুরু হয়ে যাবে। আজই শুরু হচ্ছে সেই লেগ। এক এক করে সবদলই ফিরতি লেগের ম্যাচে খেলতে নামবে। রংপুরের কাছে প্রথম লেগে হারায় চিটাগাংয়ের ম্যাচটি আজ প্রতিশোধের মিশনই।
×