ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি কর্মী নিহত

প্রকাশিত: ০৫:২৭, ১ ডিসেম্বর ২০১৫

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩০ নবেম্বর ॥ মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রমজান শেখ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশের চার সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শহরতলির বন্দর শ্মশানঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহতের স্ত্রী শরিফা বেগম দাবি করেন রমজান শেখ স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং রবিবার রাতে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। নিহত রমজান সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার রাত সাড়ে ৮ টায় রমজান শেখকে আটক করা হয়। রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের উদ্দেশে রমজানকে সঙ্গে নিয়ে বন্দর শ্মশানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা রমজানের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রমজানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পরে একটি এলজি সাটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি জানান, রমজান শেখের নামে মেহেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালে তার নেতৃত্বে রাজনগরে র‌্যাব সদস্যদের মারধর করে অস্ত্র কেড়ে নেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে।
×