ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের সম্মানী বাড়ল

প্রকাশিত: ০০:৪৩, ৩০ নভেম্বর ২০১৫

এবার আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের সম্মানী বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের সম্মানীর পরিমাণ বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের সভায় উপস্থিতির জন্য পরিচালকরা সর্বোচ্চ আট হাজার টাকা সম্মানী পাবেন। আগে যা ছিল পাঁচ হাজার টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ ও অন্যান্য সভা সীমিত সংখ্যক রাখা বাঞ্চনীয় হবে। প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ ২টি পর্ষদ সভা, ২টি নির্বাহী কমিটির সভা ও ১টি অডিট কমিটির সভায় উপস্থিতির জন্য এই সম্মানী প্রাপ্য হবেন। এসব সভা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বা প্রধান কার্যালয়স্থ শহরে অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে প্রধান কার্যালয়স্থ শহরের বাইরে কোন সুবিধাজনক স্থানেও এসব সভা করা যাবে। ঢাকার বাইরে অবস্থানরত পরিচালকরা ভ্রমণ ব্যয় ও দু’দিন হোটেলে অবস্থানের খরচ প্রাপ্য হবেন। আর অনিবাসী বাংলাদেশি পরিচালকরা বিমান ভাড়াসহ সর্বোচ্চ তিনদিন হোটেলে অবস্থানের খরচ প্রাপ্য হবেন। এতে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের সকল পরিচালককে ভ্রমণ খরচ ও হোটেলে অবস্থান বিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রকৃত খরচের রসিদ ও প্রমাণাদি দাখিল করতে হবে এবং আর্থিক প্রতিষ্ঠানে সেগুলো সংরক্ষণ করতে হবে। এর আগে গত মাসের শুরুতে ব্যাংকের পরিচালকদের সভায় উপস্থিতির সম্মানীর পরিমাণ একই হারে বৃদ্ধি করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
×