ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ

প্রকাশিত: ১৯:৩৭, ৩০ নভেম্বর ২০১৫

প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ঘিরে ফ্রান্সের প্যারিসে রবিবার বিক্ষোভকারী পরিবেশবাদী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই প্যারিসে পৌঁছেছেন বিশ্বনেতারা। এ সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত ১৪৭টি দেশের নেতারা। এর মধ্যে সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের রাষ্ট্রপ্রধানরাও রয়েছেন। ওই দিন পরিবেশ বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভে নামে হাজারো জনতা। তাদের দাবি, দ্রুত কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা নেওয়ার চু্ক্তি করতে হবে। বিক্ষোভকারীরা সম্মেলনস্থলের কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। এ সময় ২ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এদিকে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণস্থলেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশের ওপর জুতা, বোতল এমনকি নিহতদের স্মরণে নেওয়া মোমবাতিও ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। হামলায় নিহতদের স্মরণাস্থল প্লেস দে রিপাবলিকে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষকে ‘কলঙ্কজনক’ বলে উল্লেখ করেছেন অনেকে।
×