ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে গ্যাসের সংযোগ দেয়ার সময় প্রধান লাইনে বিষ্ফোরণ

প্রকাশিত: ২৩:৪৯, ২৯ নভেম্বর ২০১৫

টঙ্গীতে গ্যাসের সংযোগ দেয়ার সময়  প্রধান লাইনে বিষ্ফোরণ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তিতাস কতৃপক্ষ ও রোডস এন্ড হাইওয়েকে অবহিত না করে গ্যাসের নতুন সংযোগকালে প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে টঙ্গী এলাকার বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিএইচআইএস এপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাস সংযোগ সরবরাহের সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিচে থাকা প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে এ বিপত্তি দেখা দেয়। বিস্ফোরণের শব্দে আশপাশের পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। প্রায় ৫শ’ মিটার পর্যন্ত প্রধান লাইন রাস্তা ফুলে ফুটে উঠে। আতঙ্কিত লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রধান লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেন। পরে দুর্ঘটনার আশপাশে মাইকিং এর সাহায্যে এলাকাবাসীকে দূরে থাকার অনুরোধ জানানো হয়। বিাকলার সাড়ে চারটা পর্যন্ত ঘটনাস্থল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পাহারা দিচ্ছিল। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএইচআইএস এপারেলস নামের ওই পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার ষ্টেশনে সংযোগ দেয়ার জন্য গ্যাসের সংযোগটি নেয়া হচ্ছিল। রোডস এন্ড হাইওয়ে ও তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই এসবি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদরী কোম্পানীটি সংযোগ দেয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। ঘটনা ঘটার পর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার জহির হোসেন ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যান। বিএইচআইএস এপারেলস কতৃপক্ষ স্থানীয় প্রশাসন ও ফায়ার সিভিল ডিফেন্সকে অবহিত না করেই বড় গ্যাস লাইন থেকে গ্যাসের সংযোগ দেয়ার সময় এ ঘটনাটি ঘটে। তিতাস কতৃপক্ষ কখন গ্যাস সংযোগ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি। =
×