ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক টেস্টে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে জয়লাভ

প্রকাশিত: ২৩:৪৬, ২৯ নভেম্বর ২০১৫

ঐতিহাসিক টেস্টে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে জয়লাভ

অনলাইন ডেস্ক ॥ এ্যাডিলেডে প্রথম দিবারাত্রির ঐতিহাসি টেস্টে অস্ট্রেলিয়া জিতল ৩ ইউকেটে। চতুর্থ দিনের টি বিরতির সামান্য আগে হ্যাজলউড ও মিচেল মার্শের বোলিং তোপে নিউজিল্যান্ড ২০৮ রানে অলআউট হয়। ফলে অস্ট্রেলিয়ার জন্য জয়ের লক্ষমাত্রা এসে দাড়ায় ১৮৭ রানের। নিউজিল্যান্ডের পক্ষে ২য় ইনিংসে প্রথম টেস্ট খেলতে আসা স্যান্টনার সর্বচ্চ ৪৩ রান করেছেন। অন্যান্য ব্যাটসম্যানরা তেমন কোন উল্লেখযোগ্য রান করতে পারেনি। অস্ট্রেলিয়ার হ্যাজলউড ৬ ও মিচেল মার্শ ৩ উইকেট লাভ করে। হ্যাজনউট প্রথম ইনিংসে নেন তিন উইকেট। ১৮৭ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের ১৩ ওভার খেলা বাকি থাকতে জয়ের লক্ষে পৌঁছে যায়। ফলে অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজে ২-০ তে সিরিজ জয়লাভ করলো। প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় গোলাপী বলে। চতুর্থ দিনে এ্যাডিলেডে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ধারনা করছে ঐতিহাসিক টেষ্টের জয়ে সাক্ষি হয়ে থাকতে অস্ট্রেলিয়ার এই বিপুল দর্শকদের সমাগম ঘটে। ঐতিহাসিক টেস্টে কোন ব্যটসম্যান সেঞ্চুরি করতে পারেনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে অর্ধশত করেছেন দুই জন এরা হলেন নেভিল ও স্মিথ। অপর দিকে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে অর্ধশত করেন ল্যথাম। ঐতিহাসিক টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার বোলার হ্যাজলউড।
×