ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌবাহিনীতে যুক্ত হলো নতুন যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান

প্রকাশিত: ০৬:৫৭, ২৯ নভেম্বর ২০১৫

নৌবাহিনীতে যুক্ত হলো নতুন যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে আরও একটি যুদ্ধজাহাজ, যার নাম ‘বিএনএস সমুদ্র অভিযান’। নৌবাহিনীকে এ জাহাজটি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার বেলা সোয়া ১২টার দিকে জাহাজটি এসে পৌঁছায় চট্টগ্রাম নৌঘাঁটিতে। নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধজাহাজ গ্রহণ করেন। এ সময় নব সংযোজিত এই যুদ্ধজাহাজকে স্বাগত জানায় নৌবাহিনীর সুসজ্জিত একটি ব্যান্ডদল। নৌবাহিনীর জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, নৌবাহিনীতে সংযোজিত যুদ্ধজাহাজটি ১১৫ মিটার দৈর্ঘ্যরে এবং ১৩ মিটার প্রস্তের। এটি বিএনএস সমুদ্র জয় জাহাজের মতোই শক্তিশালী। বিএনএস সমুদ্র অভিযান হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে দ্বিতীয় বৃহত্তম যুদ্ধজাহাজ, যা ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইলবেগে চলে। জাহাজটি অপারেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন নৌবাহিনীর ২১ অফিসার ও ১৫৭ নাবিক। সূত্র জানায়, মার্কিন কোস্টগার্ডের বহরে ১৯৬৮ সালের ১৬ নবেম্বর জাহাজটি যুক্ত হয়েছিল। তখন এর নাম ছিল কার্টার রাশ। এরপর ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জাহাজটি রিকন্ডিশন্ড করে মার্কিন কোস্টগার্ড। তারপর দেয়া হলো বাংলাদেশ নৌবাহিনীকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামের উদ্দেশে এ যুদ্ধজাহাজটি যাত্রা করে গত ২১ অক্টোবর, যা এসে পৌঁছায় শনিবার। নিউইয়র্কে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচী বিডিনিউজ ॥ কূটনৈতিক ‘শিষ্টাচার লঙ্ঘন করে’ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পাকিস্তানের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে নিউইয়র্কে পাকিস্তান কনস্যুলেট জেনারেল অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আয়োজক সংগঠন ‘এ্যালায়েন্স অব বাংলাদেশী আমেরিকান্স’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় ম্যানহাটানে পাকিস্তান কনস্যুলেটের সামনে এই কর্মসূচী পালন করা হবে। এজন্য নগর প্রশাসনের অনুমতিও নেয়া হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষে দলমত নির্বিশেষে সব প্রবাসী বাংলাদেশীকে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন ‘জেনোসাইড একাত্তর’ নামক একটি সংস্থার প্রধান ড. প্রদীপ রঞ্জন কর। দলমত নির্বিশেষে সব প্রবাসীর সরব উপস্থিতি কামনা করছি।” যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ডসহ বিভিন্ন সংগঠনে এই কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছে।
×