ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চটপটি’ চলচ্চিত্রের তৃতীয় লটের শূটিং

প্রকাশিত: ০৬:৩২, ২৮ নভেম্বর ২০১৫

‘চটপটি’ চলচ্চিত্রের তৃতীয় লটের শূটিং

সংস্কৃতি ডেস্ক ॥ কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদ পরিচালিত ‘চটপটি’ চলচ্চিত্রের তৃতীয় লটের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। গাজিপুরের হোতাপাড়াসহ বিভিন্ন লোকেশনে টানা চার দিন ধরে শূটিং চলে। এর আগে ২৭ মার্চ এবং ৩ মে দুই দফায় এই চলচ্চিত্রের শূটিং হয়। চলচ্চিত্রের তৃতীয় লটের শূটিংয়ে অংশ নেন নীরব খান, জারা, চমক, মিজানুর রহমান ও পলাশ। ছায়ালোক মিডিয়া স্টেশন প্রযোজিত চলচ্চিত্রের চিত্রগ্রহণে আছেন তপন আহমেদ। চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন নীরব খান, অন্তরা জারা ও চমক তারা। এছাড়া আরও অভিনয় করেছেন সফিক খান দিলু, আফফান মিতুল, জিনান, শিখা কর্মকার, লিজা খানম, মিজানুর রহমান, আশিকুর রহমান পলাশ, কিরন মামা, বাদল, আশিক দেওয়ান, ইমরুল শাহেদ প্রমুখ। ইতোমধ্যে চলচ্চিত্রের তিনটি গানের চিত্রায়ন শেষ হয়েছে। চলচ্চিত্রের জন্য গান রচনা ও সুর করেছেন তারেক মাহমুদ। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় আছেন বাসুদেব ঘোষ, সন্ন্যাসী, মীর হাসান স্বপন, অমিত কর, মাসুম। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মাসুম ও মাহমুদ জুয়েল। গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বারডান্সারের সঙ্গে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই এই চলচ্চিত্র এগিয়েছে। প্রসঙ্গত, পরিচালক তারেক মাহমুদ এর আগে কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলন নিয়ে ২৮ পর্বের তথ্যচিত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে ৬২ পর্বের তথ্যচিত্র। এছাড়াও তিনি ১০টি খ- নাটক, ৪টি বিজ্ঞাপন এবং ‘প্রি প্রোডাকশন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। পাশাপাশি ১৯৯৭ সাল থেকে সাহিত্য পত্রিকা ‘পথিক’ সম্পাদনা করছেন। তারেক মাহমুদ প্রায় দু’শ’ নাটকে অভিনয় করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, টেলিভিশন, চলচ্চিত্র, প্রবন্ধ, সাক্ষাৎকার মিলে তাঁর রচিত এবং প্রকাশিত বইয়ের সংখ্যা ২৮টি।
×