ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএফইউজের নির্বাচন কাল

প্রকাশিত: ০২:৩১, ২৭ নভেম্বর ২০১৫

বিএফইউজের নির্বাচন কাল

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ সমর্থিত অংশের নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজের দুই বছর মেয়াদকালের জন্য অনুষ্ঠিতব্য এই নির্বাচনে জলিল-কামাল পরিষদ, আলতাফ মাহমুদ ও মোল্লা জালাল পরিষদ, প্যানেলের বাইরে মহাসচিব পদে ওমর ফারুক এবং ঢাকায় যুগ্ম-মহাসচিব পদে আব্দুল মজিদ ও সদস্য পদে এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খবর বাসসের। নির্বাচনে সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ এবং বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহাসচিব পদে তিন প্রার্থী যথাক্রমে- ওমর ফারুক (বাসস) ও বর্তমান কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল (বাসস), মোল্লা জালাল (এনএনবি), কোষাধ্যক্ষ পদে মধুসূদন মন্ডল (বাসস) ও আতাউর রহমান (বাসস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএফইউজের সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ সারাদেশের তিন হাজার ২৬৩ ভোটারের ভোটে নির্বাচিত হবেন। বাকি পদগুলোতে বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
×