ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় ফ্যাক্টরীতে আগুন ॥ ৬’শ বস্তা তুলার বেল পুড়ে ছাঁই

প্রকাশিত: ০০:৪৪, ২৭ নভেম্বর ২০১৫

ভালুকায় ফ্যাক্টরীতে আগুন ॥ ৬’শ বস্তা তুলার বেল পুড়ে ছাঁই

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ॥ ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত আইডিয়াল স্পিনিং মিল্স ফ্যাক্টরীতে শুক্রবার সকালে তুলার ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে ৬০০ বস্তা তুলার বেল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইডিয়াল স্পিনিং মিল্স ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসসহ ৫ টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই মিলের ৬০০ বেল তুলা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ঘটনাস্থল পরিদর্শণ করেন। মিলের এ্যাডমিন ম্যানেজার ইউসুফ আলী জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়ে ৬০০ তুলার বেল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে বলা সম্ভব হচ্ছেনা।
×