ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে আজ বরিশাল আঞ্চলিক আবৃত্তি উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ২১:১৭, ২৭ নভেম্বর ২০১৫

পটুয়াখালীতে আজ বরিশাল আঞ্চলিক আবৃত্তি উৎসবের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ বরিশাল আঞ্চলিক আবৃত্তি দুদিন ব্যাপী উৎসব আজ শুক্রবার থেকে পটুয়াখালীতে শুরু হয়েছে। সকাল ১০ টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরণ্য সাংস্কৃতিক কর্মী ও নাট্যজন হাসান ইমাম। উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সাহেব আলী পাঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা এডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানাজী। উদ্বোধন শেষে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। জানাযায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশের আটটি অঞ্চলে আবৃত্তি উৎসবের আয়োজন করেছে। সারা দেশের আবৃত্তি সমন্বয় পরিষদের দলগুলো এ উৎসবে অংশ গ্রহনের সুযোগ পাচ্ছে। বরিশাল অঞ্চলের আবৃত্তি উৎসবটি এবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় শতাধীক আবৃত্তি শিল্পী এ উৎসবে অংশ গ্রহন করে। এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় ১২টি দলের ৭৫ জন আবৃত্তি শিল্পী দুই দিন ব্যাপী কর্মশালায় অংশ গ্রহন করেন। ঢাকা থেকে আগত প্রশিক্ষক বৃন্দ দুই দিনের এই কর্মশালায় প্রশিক্ষন প্রদান করবেন। ২৮ নভেম্বর রাতে এ উৎসব সমাপ্ত ঘোষণা করা হবে।
×