ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লড়ছে দক্ষিণ আফ্রিকা ॥ লাঞ্চ বিরতির সময় ১০৫/৪

প্রকাশিত: ১৯:২৩, ২৭ নভেম্বর ২০১৫

লড়ছে দক্ষিণ আফ্রিকা ॥ লাঞ্চ বিরতির সময় ১০৫/৪

অনলাইন ডেস্ক॥ নাগপুর টেস্টে প্রথম ইনিংসে ৭৯ রানে আউট হওয়ার পর মনে হয়ছিল আজ লাঞ্চের আগেই গুটিয়ে পড়বে দক্ষিণ আফ্রিকা। গতকাল ভারত যখন দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয় তখল দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য এসে দাঁড়ায় ৩১০ রানের। হাতে অফুরন্ত সময়। আজ মাত্র তৃতীয় দিন। যে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে আউহ হয় সে টেস্টে ৩১০ রান তাড়া করে জেতাটা অবশ্যই কঠিন একটি কাজ। সবচেয়ে ভয়ের বিষয় নাগপুর টেস্টে ২য় দিনে উইকেট পড়েছে ২০ টি। আজ তৃতীয় দিন দিক্ষন অফ্রিকা শুরু করে ২ উইকেটে ৩২ রান নিয়ে। লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আরও ২ উইকেট হারিয়ে করেছে ৭৩ রান। আজ আউট হয়েছেন এলগার ১৮ ও ডিভিলিয়াস ৯ রানে। ভারতের অশ্বিন পেয়েছে ৩ ও মিশ্র ১ উইকেট। এখন ব্যাটিং করছেন অধিনায়ক আমলা ২৮ ও ডুপ্লেসি ২৩ রানে। নাগপুর টেস্টে ইতিমধ্যে দুই দলের ৪০ উইকেটের মধ্যে ৩৪ উইকেট পড়েছে। শুধু মাত্র দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আমলা মুখোমুখি হয়েছেন সবচেয়ে বেশি ৯৩ বলের । এখনও তিনি অপরাজি আছেন। অপর দিকে ভারতিয় ব্যাটসম্যনদের মধ্যে শেখর দেওযান ২য় ইনিংসে খেলেছেন ৭৮ বল। তবে এই ম্যাচের ফলাফর নির্ধারিত হবে এবং ম্যাচে জয়ের সম্ভাবনা ভারতে বেশি।
×