ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে চা বিরতিতে কিউদের সংগ্রত ৮০/২

প্রকাশিত: ১৯:০৩, ২৭ নভেম্বর ২০১৫

ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে চা বিরতিতে কিউদের সংগ্রত ৮০/২

অনলাইন ডেস্ক॥ আজ ক্রিকেট ইতিহাসের আর একটি ঐতিহাসিক দিন। এতদিন টেস্ট ক্রিকেট হয়েছে দিনের বেলা। আজ থেকে শুরু হচ্ছে দিবারাত্রির টেস্ট ম্যাচ। ১৮৮৪ সালে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে শুরু হয়েছিল ক্রিকেট খেলা। এতদিন টেস্ট ম্যাচ হয়ে এসেছে দিনের বেলা। লাল বলের পরিবর্তে গোলাপি বল দিয়ে শুরু হতে যাচ্ছে ম্যাচটি। দিবারাত্রির টেস্ট কতটা আকর্ষনীয় হয় সেটা দেখার বিষয়। তবে অনেকে ধারণা করছে অফিস টাইম শেষে তৃতীয় সেশনের খেলা দেখতে পারবে স্টেডিয়ামে গিয়ে। আজ থেকে অস্ট্রেলিয়ার এ্যাডিলেটের শুরু হওয়া ঐতিহাসকি টেস্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আজকের টেষ্টের প্রথম দিনে টসে জিতে কিউরা ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। টি বিরতির সময় পর্যন্ত ২৮ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ ইউকেটে ৮০ রান। এখন ব্যাটিং করছেন টেইলর ৭ ও লথাম ৫০ রানে। এই ঐতিহাসিক টেস্টে কে জেতে এখন সেটাই দেখার বিষয়।
×