ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে সাক্ষাত করেছে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল

প্রকাশিত: ০৩:২০, ২৬ নভেম্বর ২০১৫

খালেদার সঙ্গে সাক্ষাত করেছে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছে বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার বাসা ফিরোজায় গিয়ে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা যায়। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে ১১ সদস্যের চীনা প্রতিনিধিদলে ছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ও স্পেশাল এনভয় মি. চিয়ান জিয়ান, আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ইউয়ান জিভিন, আন্তর্জাতিক বিভাগের পরিচালক ইউয়ান রিডং, ভাইস মিনিস্টারের সচিব লিও ইয়াং ঝি, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক টান উই, পার্টির রাজনৈতিক কর্মকর্তা হিহি প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ প্রমুখ।
×