ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে পরোয়ানা জারি

প্রকাশিত: ০০:২১, ২৬ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে পরোয়ানা জারি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহ¯পতিবার এ আদেশ দেন। গাইবান্ধার জামায়াত নেতা সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে দু’টি যুদ্ধাপরাধের মামলা রয়েছে। ওই দু’টি মামলায় তার বিরুদ্ধে নারী ধর্ষণ, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত আলম উদ্দিনের ছেলে আজিজার রহমান সরকার বাদী হয়ে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেন। স্বাধীনতা যুদ্ধকালে আজিজার রহমানের বড় ভাই ফয়েজ উদ্দিনকে নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই মামলাটি করা হয়। অপরদিকে ধর্মপুর গ্রামের আকবর আলীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে আরেকটি মামলা করেন আনিছুর রহমান। এ ছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গত বছরের ২০ নভেম্বর সাবেক এমপি আবদুল আজিকের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
×