ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতয়ি ঘূর্ণি বিষে দক্ষিণ আফ্রিকা ৭৯/১০

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ নভেম্বর ২০১৫

ভারতয়ি ঘূর্ণি বিষে দক্ষিণ আফ্রিকা ৭৯/১০

অনলাইন ডেস্ক॥ নাগপুর টেস্টে ২য় দিনে ভারতীয় ঘুর্ণি বিষে বিপর্যস্ত হতে হবে দক্ষিণ আফ্রিকাকে সেটা প্রথম দিনে হারমারের বোলিং দেখেই অনেকটা অনুমান করা গিয়েছিল। দ্বিতীয় দিনের সেটাই দেখতে পাওয়া গেল যখন আমলা আর ডিভিলিয়াসরা একে একে ফিরছিলেন সাজঘরে। প্রথম দিন ভারত টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিন দুই কম্বিনেশনের বলিং এ ভারত অলআউট হয় ২১৫ রানে। টেস্টে ক্রিকেটে তেমন কোন আহামরি রান নয় এটি। ভারতের স্পিন উইকেটে এই রান তাড়া করতে পারাটা খুব কঠিন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দক্ষিণ আফ্রিকা লাঞ্চের ৩০ মিনিট আগেই ৭৯ রানে অলআউট হয়। জাদেজা ও অশ্বিন দুই ঘুর্নি বিষেই শেষ হয়ে গেছে তারা। তৃতীয় স্পিনার অমিত মিশ্রা আজ বোলিং করতে এসে ২য় ওভারেই সর্বচ্চ রান সংগ্রহকারি ডুমিনিকে আউট করে ভারতেকে প্রথম ইনিংসে ১৩৬ রানে এগিয়ে রাখেন যা অনেটাই ম্যাচের ভাগ্যকে ভারতের অনুকুলে নিয়ে যায়। প্রথম ম্যাচে ভারত জিতে ২য় ম্যাচ বৃষ্টির কারনে মাত্র একদিন হয়। তৃতীয় চেষ্টে মাত্র দুই দিনেই ভারত জয়ের কাছাকাঠি আসতে পেরেছে। ভারতিয় স্পিনারদের মধ্যে অশ্বিন পেয়েছেন ৫, জাদেজা ৪ ও মিশ্রা তিন ওভার বোলিং করে ১ উইকেট। সাউথ আফ্রিকার পক্ষে ডুমিনি করেছে ৩৫ রান। ভারতের ইনিংস শেষ হয় ৭৮.২ ওভার । অপর দিকে দক্ষিণ আফ্রিকা খেলেছে মাত্র ৩৩.১ ওভার। দেখার বিষয় এাই টেস্ট কয় দিনের মধ্যে শেষ হয়।
×