ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে চাকরি প্রতারণা চক্রের ৪ সদস্য আটক

প্রকাশিত: ০০:০৩, ২৫ নভেম্বর ২০১৫

রাজধানীতে চাকরি প্রতারণা চক্রের ৪ সদস্য আটক

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা বিভিন্ন স্থানে সুসজ্জিত অফিস খুলে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে র‌্যাব। প্রতারক চক্রের আটক চার সদস্য হলো- হুমায়ুন কবির (৫৮), সৈয়দ মারুফ হাসান (৬৬), শাহাবুদ্দিন (৪৯), জামাল শেখ (৪৩) । র‌্যাব-১ এর একটি দল মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং রোডের ৪৪ নং বাড়ি থেকে তাদেরকে আটক করে। র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মো. মাসুদ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তুহিন মো. মাসুদ বলেন, ‘আটক আসামী ও প্রতারিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা বারিধারায় কথিত নাতান গ্রুপ নামে একটি বায়িং হাউজ খোলে এবং বিভিন্ন পত্রিকায় ওই কোম্পানির বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে একাধিক ব্যক্তি আবেদন করে। এক পর্যায়ে কোম্পানির জেনারেল ম্যানেজার (একাউন্টস) পদে চাকুরী হয়ে গেছে জানিয়ে এক ভুক্তভোগীকে অফিসে যেতে বলা হয়।’
×