ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুল সম্মেলন শুরু কাল

প্রকাশিত: ০৭:২২, ২৪ নভেম্বর ২০১৫

নজরুল সম্মেলন শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন-২০১৫’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বাংলাদেশ ও ভারতের মধ্যে নজরুলচর্চা ও গবেষণা বিনিময় উপলক্ষে ঢাকা, ফেনী ও চট্টগ্রাম জেলায় সাত দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে নজরুল একাডেমি। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের উদ্বোধন করবেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আখতার ইউনুস, সাধারণ সম্পাদক মিন্টু রহমান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান, প্রবীন নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কলকাতার নজরুল সংগঠন ‘অগ্নিবীনা’র সদস্যরা এ সম্মেলনে যোগ দেবেন। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামীকাল ও ২৬ নবেম্বর বিকেল সাড়ে ৫ টায় দুই দিনের অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। আরও উপস্থিত থাকবেন কবি নাতনি খিলখিল কাজী ও সুবর্ণ কাজী। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ‘অগ্নিবীণা’ ও নজরুল একাডেমির শিল্পীরা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সভাপতিত্ব করবেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল গফুর। দ্বিতীয় পর্বে থাকবে সঙ্গীতানুষ্ঠান। ফেনী শিল্পকলা একাডেমিতে ২৭ নবেম্বর বিকেল ৪ টায় শুরু হবে তৃতীয় দিনের অধিবেশন। ব্যবস্থাপনায় থাকবে নজরুল একাডেমি ফেনী শাখা। চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ারে ২৮ নবেম্বর বিকেল ৩ টায় শুরু হবে চতুর্থ দিনের আয়োজন। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৯ নবেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে পঞ্চম অধিবেশন এবং ১ ও ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় ঢাকায় একাডেমির নিজস্ব কার্যালয়ে ষষ্ঠ ও সমাপনী অনুষ্ঠান হবে।
×