ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাছ ধরা

প্রকাশিত: ০৪:২৫, ৮ নভেম্বর ২০১৫

মাছ ধরা

শীত মৌসুম আসতেই নদী-নালা, খাল-বিলের পানি শুকাতে শুরু করে। হেমন্ত ঋতু থেকেই সাধারণত এই ধারা চোখে পড়ে। এ সময় পানি শুকানোর সঙ্গে সঙ্গে মাছ ধরার একটি বিশেষ আয়োজন আমাদের দেশের গ্রামাঞ্চলে হয়ে থাকে। বিভিন্ন জেলা-অঞ্চলে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি ও ধরন থাকলেও রাজধানীর খিলগাঁওয়ের একটি খালে শনিবার কয়েক যুবককে খালি হাতে মাছ ধরতে দেখা যায়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। মজার শাস্তি! কর্তব্য কাজে অহেতুক বিরক্ত করায় বেসরকারী টিভি চ্যানেলের কয়েকজন সাংবাদিক শাস্তি হিসেবে দুই পথশিশুকে তাদের গাড়ির ছাদে উঠিয়ে বসতে বাধ্য করে। পরে অবশ্য এই দুই শিশুকে চা-রুটি খাইয়ে আর কাউকে বিরক্ত না করার শর্তে ওখান থেকে বিদায় দেয়া হয়। এসব পথশিশু পথচারীদের কাছে খাবারের জন্য টাকা চেয়ে থাকে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×