ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীন-তাইওয়ানের ঐতিহাসিক সংলাপ

প্রকাশিত: ০১:৩২, ৭ নভেম্বর ২০১৫

চীন-তাইওয়ানের ঐতিহাসিক সংলাপ

অনলাইন ডেস্ক ॥ চীন ও তাইওয়ানের মধ্যে ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ৬০ বছরের মধ্যে দেশ দুটির মধ্যে এটাই প্রথম সংলাপ। শনিবার চীনের রাষ্ট্রপতি জি জিংপিং ও তাইওয়ানের রাষ্ট্রপতি মা ইয়ং-জিও পরস্পর করমর্দনের মাধ্যমে এ সংলাপ শুরু হয়। তাদের এই করমর্দনকে প্রতীকী গুরুত্ববাহী বলে বিবেচনা করা হচ্ছে। চীনের দৃষ্টিকোণ থেকে তাইওয়ান তাদের ভেঙে যাওয়া একটা প্রদেশ, যেটি আবার মূল ভুমির সাথে একত্রিত হবে। অন্যদিকে অনেক তাইওয়ানবাসী মনে করেন তাদের দেশ স্বাধীন, তারা চীনের ক্রমবর্ধমান প্রভাবে শঙ্কিত। সংলাপের শুরুতে তাইওয়ানের রাষ্ট্রপতি বলেন, দুই পক্ষ অবশ্যই পরস্পরের মূল্যবোধ ও জীবনপ্রণালীকে শ্রদ্ধার চোখে দেখা উচিৎ। অন্যদিকে চীনের রাষ্ট্রপতি বলেন, আমরা একই পরিবারের। ১৯৪৯ সালে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। গৃহযুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টি কুয়েমিনতাং হারায় এবং সেখানে নতুন সরকার গঠিত হয়।
×