ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার পরিকল্পনা

মতিঝিলে বিস্ফোরকসহ শিবিরের ছয় নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৮:৪০, ৭ নভেম্বর ২০১৫

মতিঝিলে বিস্ফোরকসহ শিবিরের ছয় নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বিস্ফোরকদ্রব্যসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তারা ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আটককৃতরা হলেন- খলিলুর রহমান (২০), মিজানুর রহমান নাঈম (১৮), হাফেজ মোহাম্মদ রনি (২১), কবির হোসেন (২৩), আল আমিন (১৮) ও শাহাদাৎ হোসেন (২০)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফকিরাপুল বাজারের ভেতরে মালেক মার্কেটের কাছে একটি ভবনের পঞ্চমতলা থেকে তাদের আটক করা হয়। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মতিঝিলের ফকিরাপুল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার একটি ভবন থেকে শিবিরের নেতাকর্মীদের কাছে থাকা বিস্ফোরকদ্রব্য ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটক শিবির সদস্যদের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান ওসি ফরমান আলী। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্ফোরকদ্রব্যের পরিমাণ জানাতে পারেননি।
×