ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৯, ৭ নভেম্বর ২০১৫

সাকিব নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ তিন মাস আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ দল। অবশেষে আজ থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। সর্বশেষ গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দু’শ’ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিন ফরমেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই যে কোন প্রতিপক্ষকেই বাড়তি হিসাব কষতে হয় সাকিবকে মোকাবেলার। ব্যাটিং কিংবা বোলিং সবক্ষেত্রেই সাকিবকে নিয়ে পরিকল্পনা আঁটতে হয় প্রতিপক্ষকে। আর সে কারণেই ভারতীয় কিংবদন্তি লিটল মাস্টার শচীন টেন্ডুলকর বললেন, ‘কিবংদন্তি ক্রিকেটারদের ম্যাচে খেলার মতো বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন যার নাম সাকিব। নিউইয়র্কে কিছুদিন পরেই শচীন ও শেন ওয়ার্নের নেতৃত্বে ২৮ কিংবদন্তি তারকা ক্রিকেটাররা মাঠে নামবেন খেলতে। আর ওই বিষয়টি নিয়েই শচীন এমন মন্তব্য করেছেন। আজ স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই সাকিবকে নিয়েও বাড়তি পরিকল্পনা করতেই হবে জিম্বাবুইয়েকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন ধরে তিনটি ফরমেটেই (টি২০, ওয়ানডে ও টেস্ট) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের সামনে তিন ফরমেট মিলিয়ে এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার সুযোগ। ওয়ানডেতে ২০১, টেস্টে ১৪৭ ও টি২০-তে ৪৫সহ মোট ৩৯৩ উইকেট তাঁর ঝুলিতে। এ সিরিজে ৭ উইকেট নিলেই প্রথম বাংলাদেশী হিসেবে সব ফরমেটে ৪০০ উইকেট শিকারি বোলার হয়ে যাবেন তিনি। তাঁর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ দলও। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চান না সাকিবের ব্যাটিং দেখতে। দলের টপঅর্ডারদের কাছে বড় কিছু প্রত্যাশা করেন। তবে বোলিংয়ে সাকিবের ওপর নির্ভর করছেন মাশরাফি। এ বিষয়ে তিনি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি আশা করি, সাকিব পর্যন্ত ব্যাটিং না আসুক। তবে বোলিংয়ে প্রয়োজন হবে ওকে।’ ওয়ানডের ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব ব্যাট করেছেন মিডল অর্ডারে। ১৪৮ ইনিংসের ১০৬টিতেই ব্যাট করেছেন ৫ নম্বরে, ৬-৭ মিলিয়ে ১২ ইনিংস। অধিনায়কের তাই প্রত্যাশা, ওপরের দিকের ব্যাটসম্যানরাই কাজ সেরে রাখবেন। মাশরাফি আরও বলেন, ‘সাকিব তো বাংলাদেশ দলে আসার পর থেকেই সব সময় একটা নির্ভরতার নাম ছিল। তবে শেষ কয়েকটা সিরিজে ওর ওপর থেকে চাপ অনেক কমেছে। আমাদের জন্য খুব ভাল যে এখন ওর চাপ একটু কমেছে।’ মাশরাফি যতই বলুন, প্রতিপক্ষ জিম্বাবুইয়েকে সাকিবকে নিয়ে হিসাবটা কষতেই হচ্ছে। এখন পর্যন্ত জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪২ ওয়ানডেতে ৬৩ উইকেট নেয়ার পাশাপাশি তিন সেঞ্চুরিসহ করেছেন ১৩০০ রান। আর একাই ম্যাচ জিতিয়ে দেয়ার ক্ষমতা রাখেন সাকিব, ব্যাটে কিংবা বলে। যদিও জিম্বাবুইয়ে অধিনায়ক চিগুম্বুরার দাবি নির্দিষ্ট কোন ক্রিকেটারকে নিয়ে মনোযোগী হতে চান না তারা। কিন্তু লিটল মাস্টার শচীন দারুণ এক মর্যাদা দিলেন সাকিবকে। বর্তমানে তিনি নিউইয়র্কে। ২৮ জন সাবেক ক্রিকেটার অলস্টারস ক্রিকেট খেলতে গেছে সেখানে। এ বিষয়ে শচীন বলেন, ‘এখানে যারা খেলছে, তারা সবাই কিংবদন্তির পর্যায়ে। তাদের পারফর্মেন্স কিংবা রেকর্ড ছিল অসাধারণ। আর এখানে যারা খেলছে, তারা অবসর নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একজনই এদের সঙ্গে খেলার যোগ্য, সাকিব আল হাসান। কিন্তু সে তো এখনও অবসর নেয়নি। ওকে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটটাই খেলতে দিন। যখন ওর সময় আসবে, অবশ্যই আমাদের সঙ্গে খেলবে।’
×