ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রকাশিত: ২২:০৭, ৬ নভেম্বর ২০১৫

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

অনলাইন ডেস্ক ॥ আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি ও অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
×