ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরু এ্যন্ড কোম্পানীর ১৭ কেটি টাকার চিনি অবিক্রিত

প্রকাশিত: ২১:২২, ৬ নভেম্বর ২০১৫

কেরু এ্যন্ড কোম্পানীর ১৭ কেটি টাকার চিনি অবিক্রিত

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা জেলার দর্শনার কেরু এ্যান্ড কো¤পানি বাংলাদেশ লিমিটেড চিনিকলের ১৭ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত অবস্থায় পড়ে আছে। চিনিকলের গোডাউনে গতচার বছরের মুজুদ চিনি বিক্রির জন্য প্যাকেজিংসহ বিভিন্নভাবে বিক্রির চেষ্টা অব্যাহত থাকলেও আশানুরূপ চিনি বিক্রি হচ্ছে না। ফলে গোডাউনের ১৭ হাজার মেট্রিক টন অবিক্রীত চিনি ক্রমেই গুনগত মান হারাচ্ছে। এ অবস্থায় চিনিকল কর্তৃপক্ষ আসন্ন চলতি বছরের মাড়াই মৌসুম শুরুর প্রস্তুতি নিতে যাচ্ছে। মিল কর্তৃপক্ষের পাশাপাশি মিল জোন এলাকার আখচাষিদের আশঙ্কা, উৎপাদিত চিনি বিক্রি না হলে মিলটি ব্যপক ক্ষতির মুখে পড়বে। কেরু এ্যান্ড কো¤পানির ব্যাবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ আলী জনকন্ঠকে জানান, আধুনিক প্যাকেজিং ও পত্রপত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে চিনি বিক্রির চেষ্টা করা হচ্ছে। তারপরেও চিনি বিক্রির তেমন সাড়া মিলছে না। এদিকে গোডাউনে মজুদকৃত চিনির মান ক্রমেই নষ্ট হচ্ছে। অচিরেই এই চিনি বিক্রির পদক্ষেপ গ্রহণ না করলে মিলটি আর্থিকভাবে ক্ষতি হবে। তিনি আরো জানান, গোডাউনের চিনি বিক্রি না হলে চলতি মাড়াই মৌসুমের উৎপাদিত চিনি রাখার জন্য নতুন গোডাউন নির্মাণ করতে হবে।
×