ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহালি টেস্টে ভারতের ঘূর্ণি বোলিংএর সামনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ- ১২৭/৫

প্রকাশিত: ১৯:৩১, ৬ নভেম্বর ২০১৫

মোহালি টেস্টে ভারতের ঘূর্ণি বোলিংএর সামনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ- ১২৭/৫

অনলাইন ডেস্ক ॥ ভারতের ঘূর্ণি বোলারদের সামাল দিতে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মোহালি টেস্টে ২য় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৫ ইউকেটে ১২৭ রান। প্রথম দিনে ভারত প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হলে দক্ষিণ আফ্রিকার সংগ্রত করে ২ উইকেটে ২৮ রান। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক হাশিম আমলা ৯ ও এলগার ১৩ রান নিয়ে খেলা শুরু করে। লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আজ আরও ৩ উইকেট হারিয়ে ২৯ ওভারে ৯৯ সংগ্রত করে। আজ আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে হাসিম আমলা সর্বচ্চ সংগ্রহ ৪৩ রান। ভরতের বোলারদের পক্ষে আজকের তিনটি উইকেট নিয়েছেনর স্পিন বোলার অশ্বিন। এখন ব্যাট করছেন ডিভিলিয়াস ২৬ রানে ও ফিল্যান্ডার ২ রানে। এখনও দক্ষিণ আফ্রিকা ভারতের থেকে ৭৪ রানে পিছিয়ে আছে। এখন দেখার বিষয় ভারতিয় ঘূর্ণি তোপ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কতটা মোকাবেলা করতে পারে।
×