ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের একই দাবি সাইটের, পুলিশের সন্দেহ

প্রকাশিত: ০৮:৪০, ৬ নভেম্বর ২০১৫

ফের একই দাবি সাইটের, পুলিশের সন্দেহ

বিডিনিউজ ॥ দুই বিদেশী হত্যা ও শিয়া সমাবেশে হামলার পর আশুলিয়ায় তল্লাশি চৌকিতে পুলিশ হত্যার দায়ও মধ্যপ্রাচ্যের জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গী তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে বরাবরের মতোই তাদের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে আইএসের তৎপরতার কোন তথ্য তারা পাননি। কোন গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করতেই ‘ভুয়া পরিচয়ে’ আইএসের নাম ব্যবহার করে দায় স্বীকার করছে বলে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের ধারণা। গত বুধবার সকালে সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা হয়। মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে এবং আরও একজনকে জখম করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইট ও টুইটার এ্যাকাউন্টে এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার দায় স্বীকার করেছে আইএস।’ ঠিক কোন তথ্যের ভিত্তিতে আইএসএর দায় স্বীকারের বিষয়ে সাইট নিশ্চিত হলো সে বিষয়ে এবারও কিছু বলা হয়নি তাদের খবরে।
×