ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সচিব পর্যায়ের বৈঠক

ভারতের স্বরাষ্ট্র সচিব ঢাকা আসছেন ১৬ নবেম্বর

প্রকাশিত: ০৭:৫৫, ৬ নভেম্বর ২০১৫

ভারতের স্বরাষ্ট্র সচিব ঢাকা আসছেন ১৬ নবেম্বর

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি আগামী ১৬ নবেম্বর তিন দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকা-দিল্লীর মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে সীমান্ত হত্যা, সন্ত্রাস ও জঙ্গী দমন ইস্যু প্রাধান্য পাবে। ভারতের স্বরাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠকে বসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে সীমান্ত হত্যা বিষয়ে কথা বলতে আগ্রহী ঢাকা। বিভিন্ন সময় এ হত্যাকা- নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে এবারের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি তুলে ধরা হবে। সম্প্রতি বাংলাদেশের গ্রামে ঢুকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে বলে এরই মধ্যে বাংলাদেশ ভারতকে জানিয়েছে। এ বিষয়টি এবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হবে। এর আগের বৈঠকেও সীমান্তে হত্যার বিষয়টি উঠে আসে। সে সময় বিএসএফের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, সীমান্তে গরু পাচার বন্ধ না হলে হত্যা বন্ধ হবে না। গরু পাচার বন্ধে দু’দেশের সরকারের উচ্চ পর্যায় থেকে যৌথ ব্যবস্থা নেয়ার জন্যও বিএসএফের পক্ষ থেকে বলা হয়।
×