ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান আরচারিতে রুমান সানা শেষ আটে

প্রকাশিত: ০৫:৪২, ৬ নভেম্বর ২০১৫

এশিয়ান আরচারিতে রুমান সানা শেষ আটে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে ‘এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ’-এ রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ইলিমিনেশন রাউন্ডে ১/৪৮ খেলায় বাংলাদেশের রুমান সানা ভিয়েতনামের তো আনহ্ খোয়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হন। পরে তিনি চীনের লিয়াং জিয়াজিয়েকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে শেষ ১৬তে উন্নীত হন। সেখানে চীনের হুয়াং রুইকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে উন্নীত হন শেষ আটে। আজ রুমানা সানা জাপানের কাওয়াতা ইউকির মোকাবেলা করবেন। বাংলাদেশের শেখ সজীব ১/২৪ খেলায় ভিয়েতনামের হং ভ্যান লকের কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান। জাবেদ আলম ভিয়েতনামের চু ডাক আনহ্কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হন। তবে ১/২৪ খেলায় ফিলিপাইনের মরেন লুইস গ্যাব্রিয়েলের কাছে ৬-৪ সেট পয়েন্টে হারেন তিনি। মিজানুর রহমান ১/৪৮ খেলায় নেপালের শেরচান অসীমের কাছে ৭-১ সেট পয়েন্টে হারেন। রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে ইলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের শ্যামলী রায় ফিলিপাইনের বানেজ মেরী কুইনকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে শেষ ১৬ তে উন্নীত হন। সেখানে তিনি কোরিয়ার চেং হাই জিনের কাছে ৭-৩ সেট পয়েন্টে হারেন। মাথুই প্রু মারমা পাকিস্তানের মবিন রাবিয়াকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪-এ উন্নীত হন। সেখানে তিনি ভিয়েতনামের লি থাই থু হিয়েনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শেষ ১৬ তে উন্নীত হন। সেখানে তিনি চীনের কুই ইউহংয়ের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। হীরা মনি হংকংয়ের পো ওয়াইন চানকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪-এ উন্নীত হন। সেখানে তিনি ভারতের লাইস্রাম বোম্বেলা দেবীর কাছে হেরে যান। নাজমিন খাতুন ১/৪৮ খেলায় উত্তর কোরিয়ার রাই উন ওকের কাছে ৬-০ সেট পয়েন্টে হারেন। রিকার্ভ মিশ্র দলগতভাবে বাংলাদেশ ইলিমিনেশন রাউন্ডে ৬-০ সেট পয়েন্টে চীনের কাছে হেরে নবম র‌্যাংকিং অর্জন করে। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে ইলিমিনেশন রাউন্ডে আনোয়ারুল কাদের ১/২৪ খেলায় ইরানের কাজেমপুর আমিরের কাছে ১৪২-১৩৩ পয়েন্টে পরাজিত হন।
×