ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এম এ ওয়াদুদ এবং ওয়াসিফ আলী খান ন্যাশনাল ব্যাংকের ডিএমডি

প্রকাশিত: ০৫:৩৬, ৬ নভেম্বর ২০১৫

এম এ ওয়াদুদ এবং ওয়াসিফ আলী খান ন্যাশনাল ব্যাংকের ডিএমডি

এম এ ওয়াদুদ সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর পূর্বে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বেসরকারী এবি ব্যাংক লিঃ-এ প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং পেশা শুরু করেন এবং ২০১০ সালে ন্যাশনাল ব্যাংক লিঃ এ যোগদানের পূর্বে তিনি শাখা ব্যবস্থাপনা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একইসঙ্গে ওয়াসিফ আলী খান সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি ব্যাংকের নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের নিরাপত্তা জোরদার করতে বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ভল্ট শক্তিশালী করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নতুন মুখপাত্র শুভঙ্কর সাহা এমন তথ্য জানান। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, কিশোরগঞ্জে ব্যাংকের ভল্টে চুরি, সাভারে শাখা ব্যবস্থাপক খুনের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলোর নিজেদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শাখাগুলোতে সিসি টিভি লাগাতে বলা হয়েছে। এমনকি ভল্ট শক্তিশালী করতে বলা হয়েছে। নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট সর্তক বলে জানান নতুন এ মুখপাত্র। শুভঙ্কর সাহা বলেন, প্রামাণিক কোন সংবাদ যদি হয় তাহলে সেটার বিষয়ে কোন আপত্তি নেই। তবে আপনারা সব সময় তথ্য সম্পর্কে জেনে তারপর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এর জন্য যে কোন ধরনের সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিয়মনীতি মেনে সব ধরনের সহযোগিতা করব। আপনারাও আমাদের কাজের খাতিরে সহযোগিতা করবেন এই আশা করি। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর খবর গণমাধ্যমে প্রচার করে বাংলাদেশ ব্যাংককে অনেক সহযোগিতা করা হয় উল্লেখ করে শুভঙ্কর সাহা বলেন, গণমাধ্যম না থাকলে জনসাধারণের কাছে আমাদের বিভিন্ন কর্মসূচীর খবর পৌঁছতো না। আশা করব, অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এভাবে সহযোগিতা করবেন। মতবিনিময় সভায় সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান ও মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
×