ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ও যুবকসহ নিহত ১০

প্রকাশিত: ০৪:১৪, ৬ নভেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ও যুবকসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ শেরপুরে ট্রাক চাপায় শিশু, ময়মনসিংহে মুক্তিযোদ্ধা, ফরিদপুরে অটোরিক্সার ধাক্কায় শিশু, সীতাকু-ে বাস উল্টে যুবক, আমতলীতে মোটরসাইকেল সংঘর্ষে যুবক, নারায়ণগঞ্জে যুবক, কিশোরগঞ্জে বাস চাপায় আরোহী, ভালুকায় বাইকে ওড়না পেঁচিয়ে নারী, মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু ও চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যান-লরির সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- শেরপুর ॥ শ্রীবরদীতে ট্রাকের চাপায় মারিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মুত্যৃ হয়েছে। ৫ নবেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের তারাকান্দি এলাকায় মাটিভর্তি ট্রাকের চাপায় ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাক ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন অটোরিক্সার আরোহী মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন (৬০)। এ সময় আহত হয়েছে আরও ৪ আরোহী। ফরিদপুর ॥ ফরিদপুরে অটোরিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে শিশু আজমীন (৩)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরভদ্রাসন-ফরিদপুর আঞ্চলিক সড়কে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর সর্দারবাড়ির নিকট এ ঘটনা ঘটে। সীতাকু- ॥ সীতাকু-ে যাত্রীবাহী বাস উল্টে মোঃ সুমন প্রকাশ লিটন (২৩) নামে এক বাসচালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন বাসের ১৬ যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমতলী ॥ বরগুনার আমতলী উপজেলার খলিফাবাড়ি মোড়ে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে হেলাল মিয়া (২৫) নিহত ও কাওসার (৩৫) আহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে। জানা গেছে, উপজেলার খুড়িয়ার খেয়াঘাট - নোমোরহাট সড়কের খলিফাবাড়ি মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আমতলী পৌর কাউন্সিলর মেনাজ উদ্দিন জানান হেলালকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ সড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আবু সাঈদ (২৪) নামে যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। কিশোরগঞ্জ ॥ জেলার কুলিয়ারচরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩০) নামে এক অটোরিক্সা আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি জেলার বাজিতপুরের তালতলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের মিরারচর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ভালুকা ॥ ভালুকা-মল্লিকবাড়ি সড়কের বৃহস্পতিবার দুপুরে অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে । জানা যায়, ঘটনার সময় মল্লিকবাড়ি থেকে অটোরিক্সায় ভালুকায় আসার পথে অসাবধানতাবশত চাকায় ওড়না পেঁচিয়ে ভা-াব গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী আল্পনা খাতুন (২০) নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। মাগুরা ॥ মাগুরা সদর উপজেলার ফুলবড়ি গ্রামে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় সজিব (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন চাপা দিলে সজিব ঘটনাস্থলে নিহত হয়। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বুধবার সন্ধ্যায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়। এ ঘটনায় উলিপুরের আনন্দবাজার এলাকায় মাইক্রোবাসটি আটক করে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। উলিপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে গাড়ি পোড়ানোর মামলা দায়ের করেছে গাড়ির মালিক। চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কাভার্ড ভ্যান-লরির মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের হাদি ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×