ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ইউতে থাকা যুক্তরাজ্যের নিজেরই প্রয়োজন'

প্রকাশিত: ০০:৪৬, ৫ নভেম্বর ২০১৫

‘ইউতে থাকা যুক্তরাজ্যের নিজেরই প্রয়োজন'

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবর্ণ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে থাকা যুক্তরাজ্যের নিজেরই প্রয়োজন। সম্প্রতি যুক্তরাজ্যের নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে 'ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রি'র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তবে এক্ষেত্রে ইউরোজোনের কোনো সিদ্ধান্ত কিংবা ব্যয় যুক্তরাজ্যের ওপর জোর করে চাপিয়ে দেয়া যাবে না- সেটিও নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এছাড়াও ইউরোপের অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্য ও জার্মানিকে একযোগ কাজ করতে হবে বলে জানান জর্জ অসবর্ণ। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য থাকবে কি-না সে বিষয়ে ২০১৭ সালে গণভোট হওয়ার কথা রয়েছে দেশটিতে।
×