ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচবিবিতে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য আহত

প্রকাশিত: ০০:২২, ৫ নভেম্বর ২০১৫

পাঁচবিবিতে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় বৃহস্পতিবার সকালে চোরাকারবারী-বিজিবির সংঘর্ষে রাসেল আহম্মেদ(৩৫) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় বিজিবি টহল দল ছোট মানিক এলাকায় টহল দিচ্ছিল, এ সময় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেল পাঁচবিবির দিকে আসছে দেখে তাকে থামতে বলে বিজিবি। কিন্তু বিজিবির সিগনাল অমান্য করে সে আয়মারসুলপুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিনুর বাড়িতে ঢুকে পরে। এ সময় ঐ বাড়িতে গিয়ে হানা দিয়ে চোরাচালানী মাল উদ্ধার করতে গেলে মিজানুর রহমান ও ঐ মোটরসাইকেল আরোহীসহ বাড়ির সদস্যরা অর্তকিত বিজিবি সদস্যের উপর হামলা করলে রাসেল আহমেদ নামে বিজিবি সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাকে পাঁচবিবি মহিপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল খবীর সরকার ও পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পাঁচবিবি থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি জানান।
×