ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে বীজ বিতরণ

প্রকাশিত: ০০:১০, ৫ নভেম্বর ২০১৫

বিনামূল্যে বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে জেলার আগৈলঝাড়া উপজেলার ৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বৃহস্পতিবার সকালে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী অফিসার দেবী চন্দ সার ও বীজ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ। শেষে ৫টি ইউনিয়নের ৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ৮ মে.টন গম বীজ, ৩’শ কেজি ভূট্টা বীজ, ৮’শ কেজি খেসারী, ২৮০ কেজি ফেলন, ৫০ কেজি মুগ ডাল বীজ এবং ৫’শ কেজি ডিএপি সার, ৬ হাজার ৩’শ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
×