ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহালী টেস্টে প্রথম দিনে লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৮২/৩

প্রকাশিত: ১৯:৫৪, ৫ নভেম্বর ২০১৫

মহালী টেস্টে প্রথম দিনে লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৮২/৩

অনলাইন ডেস্ক ॥ মহালী টেস্টের মাধ্যমে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। টি-২০ ও ওয়ানডে দুই দুই ভারসনেই সিরিজে পরাজয়ের পর টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। বড় রানের লক্ষ্যে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহালী টসে জিতে প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেন। কিন্তু প্রথম শেসনে তারা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। লাঞ্চ পর্যন্ত ২৭ ওভার খেলে ভারত সংগ্রহ করেছে তিন উইকেটে সংগ্রহ করেচে ৮২ রান। লাঞ্চের বিরতির সময় দুই ব্যাটসম্যান মুরলি বিজয় ৪০ ও অজঙ্কা রোহানী ৩ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ফিলেন্ডর, রোবেদা ও ইলগার একটি করে উইকেট পেয়েছেন। এদিকে সারজায় পাকিস্তানের বিপক্ষে খেলায় ইংল্যান্ড ৬ উইকেটে ৬২ ( ৩০ওভারে) রান সংগ্রহ করেছে। এই টেস্ট জিহতে হলে পাকিস্তানের প্রয়োজন ৪ উইকেট ও ইংল্যান্ডের প্রয়োজন আরও ২২৪ রান। তবে ৫ম দিনের শুরুতে পাকিস্তানের নিয়ন্ত্রনে চলে এসেছে ম্যাচটি। ইংল্যান্ডের পক্ষে এখন ব্যাটিং করছেন অধিনায় কুকু ২৬ ও আদেল রশিদ ২ রানে। ওয়েলিংটনে অষ্টেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৭৫ ওভা খেলে অস্টেলিয়ার সংগ্রত দুই উইকেটে ৩৩৬ রান। এখন বাটিং করছেন স্টিফেন স্মিথ ১৬ ও ওসমান খাজা ৭৪ রানে। প্রথম দিনে খেলা এখন ১৫ ওভার বাকি আছে।
×