ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বোমার বিস্ফোরণেই কি ভূপাতিত হয়েছিল বিমানটি?

প্রকাশিত: ১৮:৩৪, ৫ নভেম্বর ২০১৫

বোমার বিস্ফোরণেই কি ভূপাতিত হয়েছিল বিমানটি?

অনলাইন ডেস্ক ॥ মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানটি নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে, ভিতরে পেতে রাখা বোমাই ছিল এই দুর্ঘটনার কারণ। ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্য মোতাবেক মিশরে ভূপাতিত যাত্রীবাহী বিমানটি সম্ভবত বোমা বিস্ফোরণের কারণেই বিধ্বস্ত হয়েছিল। ২২৪ জন যাত্রী নিয়ে মেট্রোজেট এয়ারবাস থ্রি টোয়েন্টি ওয়ান-টি’র গন্তব্য ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। শনিবার মিশরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেইখ থেকে উড্ডয়নের তেইশ মিনিট পর সিনাই উপত্যকায় এটি বিধ্বস্ত হয়। এটি নিছকই দুর্ঘটনা ছিল নাকি কোনও হামলা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিতর্ক, সন্দেহ আর সংশয়। এরকম পরিস্থিতিতে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বললেন, বিমানটির ভেতরে একটি পেতে রাখা বোমা বিস্ফোরণের সুনির্দিষ্ট সম্ভাবনার কথা। যুক্তরাষ্ট্রও একই রকমের তত্ত্ব দিচ্ছে, তবে তারা এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে না। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলছেন, হামলার দায় স্বীকার করা সংগঠন ইসলামিক স্টেট হয়তো এর সাথে জড়িত আছে। এদিকে মিশরে নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। শার্ম আল শেইখের সাথে সব ধরণের বিমান যোগাযোগই বন্ধ করে দিয়েছে দেশটি। এমন সময়ে ঘটনাপ্রবাহ এই নাটকীয় দিক পরিবর্তন করলো, যখন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে রয়েছেন। গতকাল বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিমান ভূপাতিত করার ঘটনার সাথে ইসলামিক স্টেট জঙ্গিদের জড়িত থাকবার অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি বাংলা
×