ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে শৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা আহত ৭

প্রকাশিত: ০৮:২৫, ৫ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে শৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা আহত ৭

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার আধারা মিনা বাজার স্কুল মাঠে বুধবার বিকেলে কমিউনিটি পুলিশিং আয়োজিত আইনশৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা হয়েছে। এতে জাকির গাজী (৪৫), শাসসুল (২৮), সাইফুল (২৬) ও সুমনসহ (২০) অন্তত সাত জন আহত হয়েছেন। এ নিয়ে চরাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে সভা চলাকালে মঞ্চ থেকেই শুরু হয় বিশৃঙ্খলার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী এ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহর বক্তব্যে ক্ষিপ্ত হয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজী তার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। এক পর্যায়ে শাহিনের কাছ থেকে সদর থানার ওসি মাইক ছিনিয়ে নেন এবং আমির হোসেন গাজীর ভাই জাকির গাজী শাহিনের দিকে তেড়ে আসেন। এই সময় শাহিনের সমর্থকরা জাকির গাজীকে বাঁশ দিয়ে পেটানো শুরু করে। এরপর চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে হট্টগোলের কারণে সভা বন্ধ হয়ে যায়। এর কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবার আলোচনা শুরু করে।
×