ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ‘অন্য ভুবন লাইব্রেরি’র উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৮, ৫ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ‘অন্য ভুবন লাইব্রেরি’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অন্য ভুবন লাইব্রেরি যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। আকর্ষণীয় ভবনে খোলা মেলা ব্যতিক্রম লাইব্রেরিটিতে দেশ বিদেশের ভূমি সংক্রান্ত প্রায় সব বই স্থান পেয়েছে। উপজেলা ভূমি অফিসের মাঠের পাশে এই লাইব্রেরি সাধারণের জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করেছে। তাই প্রাচীন এই জনপদে লাইব্রেরিটির উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটে। উদ্বোধনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দর্শক শ্রোতা। সহকারী কমিশনাররা (ভূমি) শাহিনা পারভীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, এডিসি মোঃ কুদ্দুস আলী সরকার, ইউএনও রওনক আফরোজা সোমা, রাজনীতিক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মোঃ গিয়াসউদ্দিন, এসএম সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন মতিন হালদার, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাংবাদিক শামসুজ্জামান পনির প্রমুখ। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। লাইব্রেরিটি উদ্বোধনের পরপরই নানা শ্রেণীর পাঠকের ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে প্রাঙ্গণটির শোভা বর্ধন এবং আকর্ষণীয় ফটক উদ্বোধন করা হয়। পাশাপাশি নানা সুবিধাসহ উপজেলা ভূমি অফিসের িি.িধপষধহফংরৎধলফরশযধহ.মড়া.নফ ওয়েব সাইডও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ভূমির নামজারি, খাজনা প্রদানসহ নানা রকম আবেদন করা ছাড়াও যাবতীয় তথ্য পাওয়া যাবে।
×