ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএলে কুমিল্লার অধিনায়ক মাশরাফি

প্রকাশিত: ০৫:৩৫, ৫ নভেম্বর ২০১৫

বিপিএলে কুমিল্লার অধিনায়ক মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই জানা ছিল, বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল-টি২০) যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফি বিন মর্তুজাকে নিয়েছে, নেতৃত্ব তার কাঁধেই তুলে দেবে। তাই হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে মাশরাফিকে দলের অধিনায়ক ঘোষণা করা হলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল গত ২২ অক্টোবর ‘প্লেয়ার্স বাই চয়েস’ এর মাধ্যমে আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফিকে বেছে নেন। নগরীর একটি হোটেলে লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে দলটির চেয়ারম্যানই দলের দায়িত্ব তুলে দেন মাশরাফির হাতে। অধিনায়কত্ব পেয়ে মাশরাফিও নাফিসা কামালকে ধন্যবাদ জানান। বলেন, ‘প্রথমবারের মতো কুমিল্লা বিপিএলে এসেছে। তারা আমাকে অধিনায়ক মনোনীত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পেশাদার ক্রিকেটার হিসেবে কুমিল্লার হয়ে সেরা খেলার চেষ্টা করব। লটারি হওয়ার কারণে পছন্দমতো খেলোয়াড় হয় তো নেয়া সম্ভব হয়নি। তারপরও দল হিসেবে আমার যথেষ্ট ভাল। এই দল নিয়েই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ স্থানীয় ৯ ক্রিকেটারদের উপস্থিতিতে দলটির লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করা হয়। শুরুতেই লোগো উন্মোচন করেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান পারমর্শক আ হ ম মুস্তফা কামাল। এরপর ‘মারো রে ছক্কা, মারো রে চার; কে আছো সামনে কী সাহস আছে কার’ এই শিরোনামে দলটির থিম সং পরিবেশন করা হয়। দলটির ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। দলের কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দীন ও ম্যানেজার হিসেবে খালেদ মাসুদ পাইলট থাকছেন। মুস্তফা কামাল বলেন, ‘ক্রিকেট আমার স্বপ্ন, আমি ক্রিকেট ভালবাসি। তাই ক্রিকেটের পাশে যেভাবেই হোক থাকার চেষ্টা করি।’ নাফিসা কামাল বলেন, ‘ক্রিকেটের প্রতি বাবার ভালবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি কুমিল্লাবাসীর জন্য চেষ্টা করেছি ভাল একটি দল তৈরি করতে। সবার সমর্থন প্রত্যাশা করি।’ নাফিসা কামাল মাশরাফি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তাকে পেয়ে আমার কুমিল্লাবাসী গর্বিত। অধিনায়ক হিসেবে মাশরাফি আমাদের দলের দায়িত্ব পালন করবেন।’ দলটির কোচ সালাউদ্দিন বলেন, ‘আমরা ভাল একটি দল তৈরি করতে পেরেছি। দল নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। আমাদের চেষ্টা থাকবে ভাল ক্রিকেট খেলার।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি মমতাজ, এমপি জাহিদ আহসান রাসেল, এমপি কামাল মজুমদার। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস, ইসমাঈল হায়দার মল্লিক, এম এ আউয়াল চৌধুরী ভুলু, শেখ সোহেল ও লোকমান হোসেন ভূইয়া।
×