ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোয়েব মালিকের অবসর যে কারণে–

প্রকাশিত: ০৫:৩৪, ৫ নভেম্বর ২০১৫

শোয়েব মালিকের অবসর যে কারণে–

স্পোর্টস রিপোর্টার ॥ শারজা টেস্ট চলাকালে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শোয়েব মালিক। কিন্তু কেন? পাকিস্তানী বলে অনেকে অনেক গন্ধ খুঁজতে পারেন। তবে মালিক জানিয়েছেন, ভবিষ্যত প্রজন্মকে সুযোগ করে দিতে এবং ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডেতে আরও বেশি করে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত। ‘পাকিস্তান দলে বেশকিছু ভাল প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওদের বেশি করে সুযোগ করে দিতেই আমার সরে যাওয়া। টেস্টকে বিদায় জানানোর এটাই সঠিন সময়।’ বলেন ৩৩ বছর বয়সী পাকিস্তান অলরাউন্ডার। টেস্ট ছাড়লেও রঙিন পোশাকের ক্রিকেটটা চালিয়ে যেতে চান। তিনি আরও বলেন, ‘মানসিকভাবে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরটা অনেক আগেই নিয়ে নিয়েছিলাম। এটা কেবল আনুষ্ঠানিকতা। বয়স ৩৩ পেরিয়েছে, অনেক দিন ধরে খেলছি। এখন কেবল ওয়ানডে ও টি২০’র দিকে বেশি করে নজর দিতে চাই। আমার প্রথম লক্ষ্য ২০১৯ বিশ্বকাপের জন্য ভালভাবে প্রস্তুত হওয়া। টেস্ট ছাড়ায় এখন আমি পরিবার-পরিজনকে সময় দেয়ার পাশাপাশি সেটা করতে পারব। আমাকে পুনরায় টেস্ট দলে বিবেচনা করে মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ করে দেয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের ধন্যবাদ। এই ম্যাচটা জয়ের পাশাপাশি সিরিজটা জিতে অবসর নিতে পারলে সেটা হবে দারুণ কিছু।’ ভবিষ্যতে কারা পাকিস্তানের হয়ে হাল ধরবেন? এমন প্রশ্নে তিনি যোগ করেন, ‘পাকিস্তানের ক্রিকেটে কখনও প্রতিভার অভাব হয়নি। হারিস সোহাইল, বাবর আজম, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজোয়ানদের এই মুহূর্তে অন্যতমসেরা প্রতিভাবান বলে মনে হয়। ওরা প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে পাকিস্তান ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।’ ২০১০ সালের পর দীর্ঘদিন পাঁচ বছর টেস্ট দলের বাইরে ছিলেন মালিক। আবার যে ফিরতে পারবেন, এমন আশা হয় তো ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আবার দলে ডাক পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রত্যাবর্তনে ব্যাট হাতে খেলেছেন ক্যারিয়ারসেরা ২৪৫ রানের ইনিংস। করেছেন ক্যারিয়ারসেরা বোলিংও। ঘটনাবহুল এই টেস্ট সিরিজে সবাইকে আরেকবার অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন শোয়েব। ফলে শারজায় সিরিজের চলতি শেষ টেস্টটাই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২৪৫ রানের ইনিংস খেলার পর অবশ্য ব্যাট হাতে ভাল নৈপুণ্য দেখাতে পারেননি। পাঁচ ইনিংসে করতে পেরেছেন মাত্র ৪৭ রান।
×