ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০২:০৪, ৪ নভেম্বর ২০১৫

৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে পদ্মা থেকে ধরে নিয়ে যাওয়ার একদিন পর ছয় বাংলাদেশী শ্রমিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক বলেন, মঙ্গলবার দুপুরে বালু উত্তোলনের জন্য বাংলাদেশী ছয় শ্রমিক ভুল করে পদ্মার ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। পরে সেখান থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবির প্রেমতলী ক্যাম্পের সদস্যরা জানাতে পেরে বিএসএফের সঙ্গে যোগযোগ করে। বুধবার দুপুরে প্রেমতলী সীমান্তে পতাকা বৈঠকের পর অক্ষত অবস্থায় তাদের ফেরত দেয় বিএসএফ। তাদের বাড়ি প্রেমতলী এলাকায় বলে জানান তিনি।
×