ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জের ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ০০:৫১, ৪ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জের ৫ জনের  বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের ৫জনের বিরুদ্ধে ৭টি অভিযোগের ওপর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিদের বিরুদ্ধে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত থেকে মামলার প্রথম সাক্ষী কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মো. মেহেদ উল আলম ও দ্বিতীয় সাক্ষী বিদ্যানগর করিমগঞ্জ থানার আদম আলীর সাক্ষ্যগ্রহণে সাহায্য করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা। পরে আসামীদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান সাক্ষিদের জেরা শেষ করেন। জেরা শেষে মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পযন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ মামলার অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে এ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ গ্রেপ্তার আছেন। আর পলাতক বাকি চার আসামী হলেন- শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন ।এ মামলায় অভিযোগের ভিত্তিতে অন্তত ৪০ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষি হিসেবে উপস্থাপন করা হতে পারে বলে প্রসিকিউশন পক্ষ জানিয়েছে।অভিযুক্তদের নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীদের সহায়তায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁটি অভিযোগে তদন্ত চূড়ান্ত করা হয়েছে।
×