ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৪১

প্রকাশিত: ০০:৫০, ৪ নভেম্বর ২০১৫

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৪১

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ সুদানের রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রাশিয়ায় তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪১ জন নিহত হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা ও বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। কার্গো বিমানটিতে যাত্রী পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি জানিয়েছেন, বিমানটির এক ক্রু সদস্য ও আরোহী একটি শিশু রক্ষা পেয়েছেন। জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নীল নদের তীরে বিধ্বস্ত হয়। বিমানটির লেজের দিকের একটি অংশ নদী তীরের ঝোপঝাড়ের মধ্যে আটকে আছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। আতেনি বলেন, বিমানটিতে হয়ত ক্রুসহ ২০ জনের মতো আরোহী ছিলেন এবং এদের মধ্যে সম্ভবত ১০ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত আন্তোনোভ বিমানটি নদীর তীরে মাছ ধরায় রত লোকজনের উপর গিয়ে পড়ে বলে জানান তিনি। এতে সেখানে থাকা অনেকে নিহত হন। তিনি বলেন, মাটিতে থাকা কতজন নিহত হয়েছেন তা আমাদের জানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ৪১ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সংবাদিকও ঘটনাস্থলে ৪১টি লাশ দেখেছেন। বিমান বিধ্বস্ত হওয়ার পরপর দক্ষিণ সুদানি গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিমানটিতে পাঁচ রুশ ক্রু ও সাত যাত্রী ছিলেন।
×