ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ননএমপিও শিক্ষকদের অনশনের আজ ৬ দিন

প্রকাশিত: ১৮:২৬, ৪ নভেম্বর ২০১৫

ননএমপিও শিক্ষকদের অনশনের আজ ৬ দিন

অনলাইন রির্পোটার ॥ ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনের দশম দিনে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। আজ বুধবার (০৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবির পক্ষে তরা ষষ্ঠ দিনের আমরণ অনশন অব্যাহত রেখেছেন। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে আন্দোলনের অংশ হিসেবে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী প্রেসক্লাবের সামনের রাস্তার পাশে শুয়ে তাদের দাবির কথা সরকারের কাছে তুলে ধরছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, ননএমপিও স্কুল-কলেজ ও মাদ্রাসাকে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এমপিও ভুক্ত করেনি। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। নামে মাত্র সম্মানি নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তির এই যুগেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।
×