ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে ডায়রিয়ায় ২ জনের মৃত্যু ॥ ভর্তি ৮৯

প্রকাশিত: ০৭:০৩, ৪ নভেম্বর ২০১৫

যশোরে ডায়রিয়ায় ২ জনের মৃত্যু ॥ ভর্তি ৮৯

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ গত ৩ দিনে যশোরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া ৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডায়রিয়ায় তাদের মৃত্যু হয়নি। ডায়রিয়ার পাশাপাশি তারা অন্য রোগেও আক্রান্ত ছিলেন। তবে হাসপাতালের জরুরী বিভাগের ভর্তি রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী মৃত দুই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে উল্লেখ রয়েছে। স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকে যশোর সিটি কলেজপাড়ার গৃহবধূ চায়না রানী ডায়রিয়ায় আক্রান্ত হন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন সকালে তাকে যশোর ৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চায়না রানী (৪৫) মারা যান। সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আনন্দ মোহন রায় (৭০)। তার পারিবার জানিয়েছে, তিনি নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ওই দিন বিকেলে আনন্দ মোহন রায়কে সরকারী এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া গত ৩ দিনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হন। এর মধ্যে রবিবার ৩৪ জন, সোমবার ২০ জন ও মঙ্গলবার ১৫ জন নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও মেডিসিন বিভাগের চিকিৎসক শামসুল হাসান দোদুল বলেছেন, সময়ে সময়ে রোগী বাড়ছে আবার কমে যাচ্ছে। ডায়রিয়া এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে যশোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা জানিয়েছেন, চায়না রানী ও আনন্দ মোহন রায় ডায়রিয়ায় আক্রান্তের জন্য মারা যাননি। সংক্রামক ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও চায়না রানী ডায়রিয়ার পাশাপাশি সিভিডি রোগে আক্রান্ত ছিলেন। অপরজন আনন্দ মোহন রায় ও নানা রোগে আক্রান্ত ছিলেন।
×