ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাছ চাষ

প্রকাশিত: ০৫:১৩, ৪ নভেম্বর ২০১৫

মাছ চাষ

ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকেই গত বর্ষা মৌসুমে মাছ চাষে বিনিয়োগ করেছিলেন। নদী-নালা, খাল-বিলে এখন পানি কমে আসায় সে সব মাছ বিক্রির জন্য ধরা হচ্ছে। মাছচাষীরা জানান, মাছ চাষ করে জীবিকা নির্বাহ আনন্দের। ব্যবসার পাশাপাশি নিজেদের খাবারের চাহিদাও পূরণ করা যায়। বিভিন্ন জাতের মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও তারা জানান। মঙ্গলবার ডিএনডি বাঁধ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×