ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ ও অস্ত্র উদ্ধার ঘটনায় তিন মামলা

প্রকাশিত: ০৫:১২, ৪ নভেম্বর ২০১৫

চবিতে ছাত্রলীগের  সংঘর্ষ ও অস্ত্র  উদ্ধার ঘটনায় তিন মামলা

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও দুটি হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে সোমবার রাতে মামলা তিনটি দায়ের করে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের এসআই মঞ্জুর বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এছাড়া শাহ আমানত হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের বিরূপ প্রভাব পড়েছে মঙ্গলবারের ভর্তি পরীক্ষায়। এদিন উপস্থিতির হার কমে যায় প্রায় ১০ শতাংশ। হাটহাজারী থানা সূত্রে জানা যায়, পুুুুলিশের ওপর হামালা ঘটনায় দায়েরকৃত মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আমানত হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত নামে আসামি করা হয়েছে। এসব মামলায় এজহারভুক্ত ১০ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা-সহকারী প্রক্টর মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।
×