ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রানার দুটি ভাল্বই নষ্ট, প্রতিস্থাপনে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:০৫, ৪ নভেম্বর ২০১৫

রানার দুটি ভাল্বই নষ্ট, প্রতিস্থাপনে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ কুড়িগ্রাম শহরের দাদা মোড় এলাকার চা বিক্রেতা মোস্তাফিজুর রহমান রানার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টের দুটি ভাল্বই নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রাম হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েও তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। জরুরী ভিত্তিতে ভাল্ব প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। অনেক আগেই মারা গেছেন রানার বাবা। মা হাজেরা বেগম অন্যের বাসায় কাজ করেন। টাকার অভাবে বর্তমানে রানার চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, অসহায় রানার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা হাজেরা বেগম। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭২৩৫৮৫৭৩৩। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×