ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের আহ্বান

বিচার চাই ॥ লেখক প্রকাশক ও ব্লগার হত্যার নিন্দা

প্রকাশিত: ০৫:০০, ৪ নভেম্বর ২০১৫

বিচার চাই ॥ লেখক প্রকাশক ও ব্লগার হত্যার নিন্দা

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে লেখক, প্রকাশক ও ব্লগারদের হত্যার প্রতিবাদ, পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জোরদার হচ্ছে। জঙ্গীবাদী ঘাতকদের বিরুদ্ধে জনরোষ ও নিন্দা এখন শুধু দেশেই নয়, বিদেশেও ধ্বনিত হচ্ছে। প্রকাশক হত্যা ও ব্লগারদের কুপিয়ে জখম করার জন্য মঙ্গলবার জাতিসংঘ এ ধরনের অপরাধে জড়িতদের আইনের মুখোমুখি করার জন্য আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। ইতোপূর্বে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরনের আহ্বান জানায়। জাতিসংঘের সদর দফতরে সোমবার আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র বলেন, বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি, আমরা অবশ্যই এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সকল লেখক, ব্লগার ও প্রকাশক হত্যার বিভিন্ন ঘটনার পূর্ণ তদন্ত ও বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বে সাংবাদিক হত্যাসংক্রান্ত তথ্য উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের বরাত দিয়ে স্টিফেন ডুজারিক বলেন, গত ১০ বছরে সাত শতাধিকেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে মাত্র সাত শতাংশ সাংবাদিক হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। এছাড়া ১০টি হত্যাকা-ের ঘটনার মধ্যে একটির কম ঘটনার পূর্ণ তদন্ত হয়েছে। জাতিসংঘ জোর দিয়ে বলেছে এমনটা জানিয়ে ওই মুখপাত্র বলেন, সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে প্রতিবেদন তৈরি করতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববাসীকে আরও কাজ করতে হবে। প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও আহমেদুর রশীদ চৌধুরীসহ তিনজনের ওপর হামলার প্রেক্ষিতে এর আগে বিবৃতি দেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস। তিনি এক বিবৃৃতিতে বলেন, এই ধরনের হামলা কোনভাবেই অগ্রহণযোগ্য। তিনি সরকারের প্রতি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য আহ্বানও জানান। বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির দেয়ার বিবৃতির পর জাতিসংঘের সদর দফতর থেকে লেখক-ব্লগার হত্যার ঘটনায় পূর্ণ তদন্ত চাওয়া হলো। এছাড়া প্রকাশক হত্যার ঘটনায় ইতোমধ্যেই নিন্দা ও হত্যাকা-ের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। শনিবার রাজধানীর লালমাটিয়ায় অভিজিত রায়ের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই দিন শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। টুটুল ও দীপন দুজনেই লেখক অভিজিত রায়ের বই প্রকাশ করেছেন। গত ফেব্রুয়ারিতে বইমেলা চলার সময় ঢাকার শাহবাগে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিতকে। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ ॥ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া মাসুদ বিন মোমেন বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইতালির রাষ্ট্রদূত ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া দীর্ঘ পেশাদার কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘ মিশনে, নয়াদিল্লী এবং ইসলামাবাদ হাইকমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রী নেয়ার পর যুক্তরাষ্ট্রের টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
×